মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৬৬
৩৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বিতরের সালাত
১২৬৬। হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ বিতির (অর্থাৎ, বিজোড়) তিনি ভালবাসেন বিতিরকে। সুতরাং হে কোরআনধারীগণ! তোমরা বিতির পড়িবে। – তিরমিযী, আবু দাউদ ও নাসায়ী
وَعَنْ عَلِيٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ وَتْرٌ يُحِبُّ الْوَتْرَ فَأَوْتِرُوا يَا أَهْلَ الْقُرْآنِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيّ
