মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৫৬
৩৫. প্রথম অনুচ্ছেদ - বিতরের সালাত
১২৫৬। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কখনও তের রাকআত নামায পড়িতেন, ইহার মধ্যে পাঁচ রাকআত হইত বিতির—যাহার শেষ রাকআত ভিন্ন তিনি আর কোথাও বসিতেন না। মোত্তাঃ
بَابُ الْوِتْرِ
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً يُوتِرُ مِنْ ذَلِكَ بِخَمْسٍ لَا يَجْلِسُ فِي شَيْء إِلَّا فِي آخرهَا

হাদীসের ব্যাখ্যা:

হুযূর (ﷺ) তাহাজ্জুদের নামায বিভিন্ন সময় বিভিন্ন প্রকারে পড়িয়াছেন। কোন সময় আট রাকআত চারি সালামে পড়িয়া বাকী পাঁচ রাকআত এক সঙ্গেও পড়িয়াছেন। হাদীসের শব্দ হইতে বুঝা যায় যে, তিনি এই পাঁচ রাকআতের মধ্যে কোথাও বসিতেন না; কিন্তু ফকীহগণের মধ্যে অনেকেই ইহার অর্থ করেন, কোথাও সালাম ফিরাইতেন না। যথা—অপর এক বর্ণনায় রহিয়াছে 'সালাম ফিরান নাই।' আর এক সালামে চারি রাকআতের অধিক, এমন কি আট রাকআত পড়াও জায়েয আছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান