মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৫৫
৩৫. প্রথম অনুচ্ছেদ - বিতরের সালাত
১২৫৫। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: বিতির এক রাকআত শেষ রাতে। —মুসলিম
بَابُ الْوِتْرِ
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْوَتْرُ رَكْعَةٌ مِنْ آخر اللَّيْل» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীস অনুসারে ইমাম শাফেয়ী প্রমুখ ইমামগণ বিতির এক রাকআতই পড়িতে বলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান