মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৫২
৩৪. তৃতীয় অনুচ্ছেদ - কাজে মধ্যপন্থা অবলম্বন করা
১২৫২। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর ইবনুল আস (রাঃ) বলেন, আমাকে বলা হইল যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কাহারও বসিয়া নামায পড়া (সওয়াবে) দাঁড়াইয়া পড়ার অর্ধেক। আব্দুল্লাহ্ বলেন, অতঃপর আমি হুযূরের নিকট যাইয়া দেখিলাম তিনি বসিয়া নামায পড়িতেছেন। (ইহা দেখিয়া আমি আশ্চর্যান্বিত হইলাম এবং) তাঁহার মাথার উপর হাত রাখিলাম। হুযূর বলিলেন, কি হে আব্দুল্লাহ্ ! (আব্দুল্লাহ্ বলেন,) আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমাকে বলা হইয়াছে যে, আপনি নাকি বলিয়াছেন, কাহারও বসিয়া নামায পড়া দাড়াইয়া পড়ার অর্ধেক, অথচ আপনি বসিয়া নামায পড়িতেছেন। হুযূর বলিলেন হ্যাঁ, (তাহা সত্য,) তবে আমি তোমাদের কাহারও ন্যায় নহি। —মুসলিম
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: حُدِّثْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صَلَاةُ الرَّجُلِ قَاعِدًا نِصْفُ الصَّلَاةِ» قَالَ: فَأَتَيْتُهُ فَوَجَدْتُهُ يُصَلِّي جَالِسًا فَوَضَعْتُ يَدِي عَلَى رَأسه فَقَالَ: «مَالك يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو؟» قُلْتُ: حُدِّثْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَّكَ قُلْتَ: «صَلَاةُ الرَّجُلِ قَاعِدًا عَلَى نِصْفِ الصَّلَاةِ» وَأَنْتَ تُصَلِّي قَاعِدًا قَالَ: «أَجَلْ وَلَكِنِّي لَسْتُ كَأَحَدٍ مِنْكُمْ» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

কথা বলিতে বা সম্বোধন করিতে হাতে হাত দেওয়া, কাঁধের উপর বা মাথার উপর হাত রাখার নিঃসংকোচভাব আরবদের মধ্যে এখনও বিদ্যমান আছে, তবে রাসূলে খোদার শির মোবারকের উপর হাত রাখা বেআদবীর অন্তর্গত নিশ্চয়ই। সম্ভবত আবদুল্লাহ্ আশ্চর্যে অভিভূত হইয়াই এইরূপ করিয়াছিলেন। 'আমি তোমাদের কাহারও ন্যায় নহি,' – অর্থাৎ, আমার ব্যাপার স্বতন্ত্র। আমি বসিয়া পড়িলেও আল্লাহ্ আমাকে দাঁড়াইয়া পড়ার সমান সওয়াব দিবেন। আমরা বুড়ো হইয়া গিয়াছি আর তোমরা জোয়ান।
tahqiqতাহকীক:তাহকীক চলমান