মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৫১
৩৪. দ্বিতীয় অনুচ্ছেদ - কাজে মধ্যপন্থা অবলম্বন করা
১২৫১। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমাদের পরওয়ারদেগারে আলম দুই ব্যক্তি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। (১) যে ব্যক্তি তাহার প্রিয়তমা ও আপন পরিবারের মধ্য হইতে নরম শয্যা রাজাই ত্যাগ করিয়া নামাযের জন্য লাফাইয়া উঠিয়াছে, তাহার সম্পর্কে আল্লাহ্ তা'আলা আপন ফিরিশতা দিগকে বলেন, দেখ! আমার বান্দার প্রতি, সে তাহার প্রিয়তমা ও তাহার পরিবারের মধ্য হইতে নরম শয্যা ও বিছানা ত্যাগ করিয়া নামাযের জন্য লাফাইয়া উঠিয়াছে—আমার নিকট যে পুরস্কার রহিয়াছে উহার আগ্রহে এবং আমার নিকট যে শাস্তি রহিয়াছে উহার ভয়ে। এবং (২) যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জেহাদে প্রবৃত্ত হইয়াছে এবং পরাজিত হইয়া আপন সঙ্গীদের সহিত পশ্চাদপসরণ করিয়াছে, অতঃপর সে বুঝিতে পারিয়াছে, পশ্চাদপসরণের মধ্যে কি অমঙ্গল এবং প্রত্যাবর্তনের মধ্যে কি মঙ্গল রহিয়াছে। সুতরাং সে পুনঃ (জেহাদে) প্রত্যাবর্তন করিয়াছে যাহাতে তাহার রক্তপাত হইয়াছে, তাহার সম্পর্কে আল্লাহ্ তা'আলা আপন ফিরিশতাদের বলেন, দেখ ! আমার বান্দার প্রতি। সে প্রত্যাবর্তন করিয়াছে আমার নিকট উহার যে পুরস্কার রহিয়াছে উহার আগ্রহে এবং আমার নিকট উহার জন্য যে তিরস্কার রহিয়াছে তাহার ভয়ে, যাহাতে তাহার রক্তপাত হইয়া গিয়াছে। —শরহে সুন্নাহ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: عَجِبَ رَبُّنَا مِنْ رَجُلَيْنِ رَجُلٌ ثَارَ عَنْ وِطَائِهِ وَلِحَافِهِ مِنْ بَيْنِ حِبِّهِ وَأَهْلِهِ إِلَى صَلَاتِهِ فَيَقُولُ اللَّهُ لِمَلَائِكَتِهِ: انْظُرُوا إِلَى عَبْدِي ثَارَ عَنْ فِرَاشِهِ وَوِطَائِهِ مِنْ بَيْنِ حِبِّهِ وَأَهْلِهِ إِلَى صَلَاتِهِ رَغْبَةً فِيمَا عِنْدِي وَشَفَقًا مِمَّا عِنْدِي وَرَجُلٌ غَزَا فِي سَبِيلِ اللَّهِ فَانْهَزَمَ مَعَ أَصْحَابِهِ فَعَلِمَ مَا عَلَيْهِ فِي الِانْهِزَامِ وَمَا لَهُ فِي الرُّجُوعِ فَرَجَعَ حَتَّى هُرِيقَ دَمُهُ فَيَقُولُ اللَّهُ لِمَلَائِكَتِهِ: انْظُرُوا إِلَى عَبْدِي رَجَعَ رَغْبَةً فِيمَا عِنْدِي وَشَفَقًا مِمَّا عِنْدِي حَتَّى هُرِيقَ دَمُهُ . رَوَاهُ فِي شَرْحِ السُّنَّةِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান