মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৫০
৩৪. দ্বিতীয় অনুচ্ছেদ - কাজে মধ্যপন্থা অবলম্বন করা
১২৫০। হযরত আবু উমামা (রাঃ) বলেন, আমি নবী করীম (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, যে পাক-পবিত্র অবস্থায় (ওযূ সহকারে) শয্যা গ্রহণ করিবে এবং আল্লাহর নাম-কালাম পড়িতে থাকিবে যে পর্যন্ত না তাহাকে তন্দ্রা অভিভূত করে এবং রাত্রির যে কোন সময় ডানে-বামে ফিরিতে আল্লাহর নিকট ইহ-পরকালের কল্যাণ প্রার্থনা করিবে, আল্লাহ্ তা'আলা নিশ্চয় তাহাকে উহা দান করিবেন। —নববী কিতাবুল আযকারে
عَنْ أَبِي أُمَامَةَ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ أَوَى إِلَى فِرَاشِهِ طَاهِرًا وَذَكَرَ اللَّهِ حَتَّى يُدْرِكَهُ النُّعَاسُ لَمْ يَتَقَلَّبْ سَاعَةً مِنَ اللَّيْلِ يَسْأَلُ اللَّهَ فِيهَا خَيْرًا مِنْ خَيْرِ الدُّنْيَا وَالْآخِرَةِ إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ» . ذَكَرَهُ النَّوَوِيُّ فِي كِتَابِ الْأَذْكَارِ بِرِوَايَةِ ابْنِ السّني
