মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৪৯
৩৪. প্রথম অনুচ্ছেদ -কাজে মধ্যপন্থা অবলম্বন করা
১২৪৯। ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বসে নামায আদায় করা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, যে ব্যক্তি দাঁড়িয়ে নামায আদায় করেল সে উত্তম। আর যে ব্যক্তি বসে নামায আদায় করবে তার জন্য দাঁড়িয়ে নামায আদায়কারীর অর্ধেক সাওয়াব। আর যে শুয়ে নামায আদায় করবে, তার জন্য বসে নামায আদায়কারীর অর্ধেক সাওয়াব। (বুখারী)
بَابُ الْقَصْدِ فِي الْعَمَلِ
وَعَن عمرَان بن حُصَيْن: أَنَّهُ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَلَاةِ الرَّجُلِ قَاعِدًا. قَالَ: «إِنْ صَلَّى قَائِمًا فَهُوَ أَفْضَلُ وَمَنْ صَلَّى قَاعِدًا فَلَهُ نِصْفُ أَجْرِ الْقَائِمِ وَمَنْ صَلَّى نَائِمًا فَلَهُ نصف أجل الْقَاعِد» . رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
সক্ষম ব্যক্তির জন্য নফল নামায বসে বসে আদায় করা বৈধ। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ২/৩৬)
