মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৩৯
৩৩. তৃতীয় অনুচ্ছেদ - ক্বিয়ামুল লায়ল-এর প্রতি উৎসাহ দান
১২৩৯। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমার উম্মতের শ্রেষ্ঠ লোক তাহারাই, যাহারা কোরআনের বাহক এবং রাত্রি জাগরণকারী। – বায়হাকী
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَشْرَافُ أُمَّتَيْ حَمَلَةُ الْقُرْآنِ وَأَصْحَابُ اللَّيْلِ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَان

হাদীসের ব্যাখ্যা:

কোরআনের বাহক অর্থে প্রধানত কোরআনের আহকামের সহিত আমলকারীকেই বুঝান হইয়াছে, অবশ্য হাফেযও ইহার অন্তর্গত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান