মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৩৮
- নামাযের অধ্যায়
৩৩. তৃতীয় অনুচ্ছেদ - ক্বিয়ামুল লায়ল-এর প্রতি উৎসাহ দান
১২৩৮। হযরত আবু সায়ীদ খুদরী ও হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন কেহ রাতে আপন স্ত্রীকে জাগাইয়া দেয়, অতঃপর উভয়ে অথবা হুযূর (ﷺ) বলিয়াছেন, সে স্ত্রীকে লইয়া দুই রাকআত নামায পড়ে, তখন তাহারা আল্লাহর স্মরণকারীদের ও স্মরণকারিণীদের অন্তর্গত গণ্য হয়। —আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب الصلاة
وَعَنْ أَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذا أَيْقَظَ الرَّجُلُ أَهْلَهُ مِنَ اللَّيْلِ فَصَلَّيَا أَوْ صَلَّى رَكْعَتَيْنِ جَمِيعًا كُتِبَا فِي الذَّاكِرِينَ وَالذَّاكِرَاتِ» . رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান