মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১২২৬
৩৩. প্রথম অনুচ্ছেদ - ক্বিয়ামুল লায়ল-এর প্রতি উৎসাহ দান
১২২৬। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত রাত্রির প্রথম ভাগে ঘুমাইতেন এবং শেষভাগে (এবাদতে) জাগরিত থাকিতেন। অতঃপর আপন পরিবারের প্রতি নিজের কোন আকর্ষণ থাকিলে তাহা পূর্ণ করিতেন। তৎপর কিছুক্ষণ ঘুমাইতেন। যদি আযানের প্রাক্কালেও নাপাকী অবস্থায় থাকিতেন, তাড়াতাড়ি উঠিয়া গোসল করিতেন। নাপাকী অবস্থায় না থাকিলে শুধু নামাযের জন্য ওযূ করিতেন এবং ফজরের দুই রাকআত সুন্নত পড়িতেন। —মোত্তাঃ
بَابُ التَّحْرِيْضِ عَلى قِيَامِ اللَّيْلِ
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ تَعْنِي رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنَامُ أَوَّلَ اللَّيْلِ وَيُحْيِي آخِرَهُ ثُمَّ إِنْ كَانَتْ لَهُ حَاجَةٌ إِلَى أَهْلِهِ قَضَى حَاجَتَهُ ثُمَّ يَنَامُ فَإِنْ كَانَ عِنْدَ النداء الأول جنبا وثب فَأَفَاضَ عَلَيْهِ الماس وَإِنْ لَمْ يَكُنْ جُنُبًا تَوَضَّأَ لِلصَّلَاةِ ثُمَّ صلى رَكْعَتَيْنِ
হাদীসের ব্যাখ্যা:
সহবাসের পর যখন তখন গোসল করা ফরয নহে। তবে ‘বিশেষ অঙ্গ' ধুইয়া ওযূ করিয়া লওয়া মোস্তাহাব। অতঃপর ঘুমাইতে বা পানাহার করিতে কোন আপত্তি নাই।
