মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২২৫
৩৩. প্রথম অনুচ্ছেদ - ক্বিয়ামুল লায়ল-এর প্রতি উৎসাহ দান
১২২৫। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আল্লাহ্ তা'আলার নিকট প্রিয়তর নামায হইতেছে দাউদ নবীর নামায এবং প্রিয়তর রোযা হইতেছে দাউদ নবীর রোযা। তিনি প্রথমে অর্ধরাত্রি ঘুমাইতেন, অতঃপর এক তৃতীয় ভাগ রাত্রি নামায়ে কাটাইতেন, পুনরায় এক-ষষ্ঠাংশ রাত্রি ঘুমাইতেন। এইরূপে তিনি একদিন রোযা রাখিতেন এবং একদিন রোযা ছাড়িতেন। মোত্তাঃ
بَابُ التَّحْرِيْضِ عَلى قِيَامِ اللَّيْلِ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحَبُّ الصَّلَاةِ إِلَى اللَّهِ صَلَاةُ دَاوُدَ وَأَحَبُّ الصِّيَامِ إِلَى اللَّهِ صِيَامُ دَاوُدَ كَانَ يَنَامُ نِصْفَ اللَّيْلِ وَيَقُومُ ثُلُثَهُ وَيَنَامُ سُدُسَهُ وَيَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا»

হাদীসের ব্যাখ্যা:

সাধারণ লোকের জন্য হযরত দাউদ নবীর রীতির অনুসরণই উত্তম। কিন্তু হুযূর (ﷺ) এই রীতির অনুসরণ করেন নাই। তিনি করিয়াছেন তাহাই যাহা নিজের জন্য মুনাসিব মনে করিয়াছেন এবং বলিয়াছেন তাহাই যাহা উম্মতের সবল ও দুর্বল উভয় রকম লোকের জন্য মুনাসিব বুঝিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১২২৫ | মুসলিম বাংলা