মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১২২৪
৩৩. প্রথম অনুচ্ছেদ - ক্বিয়ামুল লায়ল-এর প্রতি উৎসাহ দান
১২২৪। হযরত জাবের (রাঃ) বলেন, আমি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলিতে শুনিয়াছি, তিনি বলিতেছেন, রাত্রির মধ্যে এমন একটি মুহূর্ত আছে, যদি কোন মুসলমান উহা লাভ করে এবং আল্লাহর নিকট ইহ-পরকালের কোন কল্যাণ চায়, আল্লাহ্ নিশ্চয় তাহাকে উহা দেন। আর এই মুহূর্তটি প্রত্যেক রাত্রিতেই রহিয়াছে। (জুমুআ প্রভৃতি কোন বিশেষ রাতে সীমাবদ্ধ নহে।) — মুসলিম
بَابُ التَّحْرِيْضِ عَلى قِيَامِ اللَّيْلِ
وَعَنْ جَابِرٍ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ فِي اللَّيْلِ لَسَاعَةً لَا يُوَافِقُهَا رَجُلٌ مُسْلِمٌ يَسْأَلُ اللَّهَ فِيهَا خَيْرًا مِنْ أَمْرِ الدُّنْيَا وَالْآخِرَةِ إِلَّا أَعْطَاهُ إِيَّاه وَذَلِكَ كل لَيْلَة» رَوَاهُ مُسلم
