মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১২২৩
৩৩. প্রথম অনুচ্ছেদ - ক্বিয়ামুল লায়ল-এর প্রতি উৎসাহ দান
১২২৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আমাদের পরওয়ারদেগার তাবারাকা ও তাআলা প্রত্যেক রাতেই এই নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন, যখন রাত্রির শেষ তৃতীয় ভাগ অবশিষ্ট থাকে এবং বলিতে থাকেন, কে আছ, যে আমায় ডাকিবে আর আমি তাহার ডাকে সাড়া দিব? কে আছ যে আমার নিকট কিছু চাহিবে, আর আমি তাহাকে তাহা দান করিব এবং কে আছ যে আমার নিকট ক্ষমা চাহিবে, আর আমি তাহাকে ক্ষমা করিব। – মোত্তাঃ
মুসলিমের এক বর্ণনায় ইহাও রহিয়াছে, অতঃপর তিনি আপন দুই হাত পাতিয়া বলিতে থাকেন, কে আছ, যে ঋণ দিবে অ-দরিদ্র এবং অ-অত্যাচারীকে যাবৎ না উষার উদয় হয়।
মুসলিমের এক বর্ণনায় ইহাও রহিয়াছে, অতঃপর তিনি আপন দুই হাত পাতিয়া বলিতে থাকেন, কে আছ, যে ঋণ দিবে অ-দরিদ্র এবং অ-অত্যাচারীকে যাবৎ না উষার উদয় হয়।
بَابُ التَّحْرِيْضِ عَلى قِيَامِ اللَّيْلِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الْآخِرُ يَقُولُ: مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ؟ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ؟ مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ؟
وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ: ثُمَّ يَبْسُطُ يَدَيْهِ وَيَقُولُ: «مَنْ يُقْرِضُ غَيْرَ عَدُومٍ وَلَا ظَلُومٍ؟ حَتَّى ينفجر الْفجْر»
وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ: ثُمَّ يَبْسُطُ يَدَيْهِ وَيَقُولُ: «مَنْ يُقْرِضُ غَيْرَ عَدُومٍ وَلَا ظَلُومٍ؟ حَتَّى ينفجر الْفجْر»
হাদীসের ব্যাখ্যা:
‘পরওয়ারদেগার অবতীর্ণ হন'—অর্থাৎ, তাঁহার রহমত অবতীর্ণ হয়। ‘অ-দরিদ্র, অ-অত্যাচারী'—অর্থাৎ, আমি দরিদ্র নহি যে তাহার ঋণ শোধ করিতে পারিব না এবং অত্যাচারী নহি যাহাতে ক্ষমতা থাকা সত্ত্বেও তাহার ঋণ শোধ করিব না। ঋণ' অর্থে এখানে সম্ভবত আমাদের প্রার্থনাকে বুঝান হইয়াছে।
