মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২২২
৩৩. প্রথম অনুচ্ছেদ - ক্বিয়ামুল লায়ল-এর প্রতি উৎসাহ দান
১২২২। উম্মুল মু'মিনীন হযরত উম্মে সালামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে বড় সন্ত্রস্তভাবে জাগরিত হইলেন এবং বলিতে লাগিলেন, সোবহানাল্লাহ্, এ রাত্রিতে কত রহমত নাযিল হইল এবং কত বিপদ আসিয়া পৌঁছিল! কে জাগাইয়া দিবে এই হুজরাবাসিনীদিগকে। ইহা দ্বারা তিনি তাহার বিবিগণের প্রতিই ইঙ্গিত করিতেছিলেন, যাহাতে তাঁহারা নামায পড়ে। আহা! দুনিয়াতে সুশোভিতা কত নারী আখেরাতে সম্পূর্ণ উলঙ্গিনী হইবে। -বোখারী
بَابُ التَّحْرِيْضِ عَلى قِيَامِ اللَّيْلِ
وَعَن أم سَلمَة قَالَتْ: اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً فَزِعًا يَقُولُ: «سُبْحَانَ اللَّهِ مَاذَا أُنْزِلَ اللَّيْلَةَ مِنَ الْخَزَائِنِ؟ وَمَاذَا أُنْزِلَ مِنَ الْفِتَنِ؟ مَنْ يُوقِظُ صَوَاحِبَ الْحُجُرَاتِ» يُرِيدُ أَزْوَاجَهُ «لِكَيْ يُصَلِّينَ؟ رُبَّ كَاسِيَةٍ فِي الدُّنْيَا عَارِيَةٍ فِي الْآخِرَة» أخرجه البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

উলঙ্গিনী হইবে'—অর্থাৎ, সম্পদহীনা ও সম্মানহীনা হইবে, আর আখেরাতের সম্পদ ও সম্মানের বস্তু হইল নামায-রোযা প্রভৃতি নেক আমল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১২২২ | মুসলিম বাংলা