মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২১৭
৩২. তৃতীয় অনুচ্ছেদ - রাতের সালাতে যা পড়তেন
১২১৭। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন রাতে উঠিতেন, প্রথমে আল্লাহু আকবর বলিতেন। অতঃপর বলিতেন, “হে খোদা! তোমার পবিত্রতা ঘোষণা করি তোমার প্রশংসার সহিত। তোমার নাম বরকতময়, তোমার মহত্ত্ব সুউচ্চ, তুমি ব্যতীত কোন মা'বূদ নাই।” তৎপর বলিতেন, “আল্লাহ্ অতি বড় মহান।” অতঃপর বলিতেন, “আমি শ্রোতা ও জ্ঞাতা আল্লাহর নিকট পানাহ্ চাইতেছি বিতাড়িত শয়তান হইতে—তাহার কুমন্ত্রণা, তাহার অহমিকা প্রদান ও তাহার (অকল্যাণকর) ফুঁ হইতে।”—তিরমিযী, আবু দাউদ ও নাসায়ী
কিন্তু আবু দাউদ “তুমি ব্যতীত কোন মা'বূদ নাই”— বাক্যের পর এই বাক্যটি অধিক বর্ণনা করিয়াছেন, “অতঃপর হুযূর তিনবার বলিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ" এবং হাদীসের শেষাংশে বাড়াইয়াছেন, অতঃপর হুযূর কেরাআত আরম্ভ করিতেন।
عَن أَبِي سَعِيدٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ كَبَّرَ ثُمَّ يَقُولُ: «سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ» ثُمَّ يَقُولُ: «اللَّهُ أَكْبَرُ كَبِيرًا» ثُمَّ يَقُولُ: «أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ مِنْ هَمْزِهِ وَنَفْخِهِ وَنَفْثِهِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَزَادٌ أَبُو دَاوُدَ بَعْدَ قَوْلِهِ: «غَيْرُكَ» ثُمَّ يَقُولُ: «لَا إِلَهَ إِلَّا اللَّهُ» ثَلَاثًا وَفِي آخر الحَدِيث: ثمَّ يقْرَأ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১২১৭ | মুসলিম বাংলা