মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২১৮
৩২. তৃতীয় অনুচ্ছেদ - রাতের সালাতে যা পড়তেন
১২১৮। হযরত রবীআ ইবনে কা'ব আসলামী (রাঃ) বলেন, আমি নবী করীম (ﷺ)-এর হুজরা মোবারকের নিকটেই রাত্রি যাপন করিতাম। অতএব, আমি শুনি তাম—তিনি যখন রাতে উঠিতেন দীর্ঘ সময় পর্যন্ত বলিতেন, “সোবহানা রাব্বিল আলামীন” আমি পবিত্রতা ঘোষণা করিতেছি জগতসমূহের প্রতিপালক রবের। অতঃপর দীর্ঘ সময় বলিতেন, 'সোবহানাল্লাহি ওয়া বিহাম্‌দিহি'– আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করিতেছি তাহার প্রশংসার সহিত। —নাসায়ী, তিরমিযীও ইহার অনুরূপ।
وَعَن ربيعَة بن كَعْب الْأَسْلَمِيّ قَالَ: كُنْتُ أَبِيتُ عِنْدَ حُجْرَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكُنْتُ أَسْمَعُهُ إِذَا قَامَ من اللَّيْل يَقُول: «سُبْحَانَ رب الْعَالمين» الْهَوِي ثُمَّ يَقُولُ: «سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ» الْهَوِيِّ. رَوَاهُ النَّسَائِيُّ وَلِلتِّرْمِذِيِّ نَحْوُهُ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيح

হাদীসের ব্যাখ্যা:

হযরত রবীআ আহলে সোফফার অন্তর্গত ছিলেন, তাই তিনি হুযুরের হুজরা শরীফের নিকটে থাকিতেন।
হুযূর (ﷺ) তাহাজ্জুদের জন্য উঠিয়া বিভিন্ন সময় বিভিন্ন প্রকারে আল্লাহর গুণগান করিয়াছেন এবং বিভিন্ন প্রকার দো'আ চাহিয়াছেন। সাহাবীদের মধ্যে যিনি যাহা অবগত হইয়াছেন তিনি তাহাই বর্ণনা করিয়াছেন ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১২১৮ | মুসলিম বাংলা