মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১২১৬
৩২. দ্বিতীয় অনুচ্ছেদ - রাতের সালাতে যা পড়তেন
১২১৬। তাবেয়ী শারীক হাওযানী (রঃ) বলেন, আমি একদা হযরত আয়েশা (রাঃ)-এর নিকট যাইয়া তাঁহাকে জিজ্ঞাসা করিলাম, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন রাতে জাগিতেন কি কাজ আরম্ভ করিতেন? হযরত আয়েশা (রাঃ) বলিলেন, তুমি আমাকে এমন একটা বিষয় জিজ্ঞাসা করিলে যাহা তোমার পূর্বে কেহ আমায় জিজ্ঞাসা করে নাই। তিনি যখন রাতে জাগিতেন দশবার 'আল্লাহু আকবর' বলিতেন, দশবার 'আলহামদু লিল্লাহ্' বলিতেন, দশবার “সোবহানাল্লাহি ওয়া বিহামদিহি' বলিতেন, দশবার 'সোবহানাল মালেকিল কুদ্দুস' বলিতেন, দশবার 'আস্তাগফিরুল্লাহ্' বলিতেন, দশবার 'লা ইলাহা ইল্লাল্লাহ' বলিতেন। অতঃপর দশবার বলিতেন, 'আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাইকিদ্দুনইয়া ওয়া যাইকে ইয়াওমিল কিয়ামাহ্।' অতঃপর নামায আরম্ভ করিতেন। – আবু দাউদ
وَعَنْ شَرِيقٍ الْهَوْزَنِيِّ قَالَ: دَخَلْتُ عَلَى عَائِشَةَ فَسَأَلْتُهَا: بِمَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْتَتِحُ إِذَا هَبَّ مِنَ اللَّيْلِ فَقَالَتْ: سَأَلْتَنِي عَنْ شَيْءٍ مَا سَأَلَنِي عَنْهُ أَحَدٌ قَبْلَكَ كَانَ إِذَا هَبَّ مِنَ اللَّيْلِ كَبَّرَ عَشْرًا وَحَمِدَ اللَّهَ عَشْرًا وَقَالَ: «سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَشْرًا» وَقَالَ: «سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ» عشرا واستغفر عشرا وَهَلل عَشْرًا ثُمَّ قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ ضِيقِ الدُّنْيَا وَضِيقِ يَوْمِ الْقِيَامَةِ» عَشْرًا ثمَّ يفْتَتح الصَّلَاة. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
এই দো'আর নাম মোআশরাতে সাবআ معشرات سبع অর্থাৎ, যাহাতে সাতটি বিষয় দশবার বলা হয়।
‘আল্লাহু আকবর’–আল্লাহ্ অতি মহান। 'আলহামদু লিল্লাহ্' – আল্লাহর জন্য প্রশংসা। “সোবহানাল্লাহি ওয়া বিহামদিহি'– আল্লাহর পবিত্রতা ঘোষণা করিতেছি তাঁহার প্রশংসার সহিত। ‘সোবহানাল মালেকিল কুদ্দুস – পূত-পবিত্র বাদশাহর পবিত্রতা ঘোষণা করিতেছি। 'আস্তাগ ফিরুল্লাহ' – আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি। 'লা ইলাহা ইল্লাল্লাহ্' —আল্লাহ্ ব্যতীত কোন উপাস্য নাই। 'আল্লাহুম্মা ইন্নী'......—হে খোদা! তোমার নিকট আশ্রয় মাগিতেছি দুনিয়ার তঙ্গী (সংকীর্ণতা) এবং কেয়ামত দিনের তঙ্গী হইতে।
‘আল্লাহু আকবর’–আল্লাহ্ অতি মহান। 'আলহামদু লিল্লাহ্' – আল্লাহর জন্য প্রশংসা। “সোবহানাল্লাহি ওয়া বিহামদিহি'– আল্লাহর পবিত্রতা ঘোষণা করিতেছি তাঁহার প্রশংসার সহিত। ‘সোবহানাল মালেকিল কুদ্দুস – পূত-পবিত্র বাদশাহর পবিত্রতা ঘোষণা করিতেছি। 'আস্তাগ ফিরুল্লাহ' – আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি। 'লা ইলাহা ইল্লাল্লাহ্' —আল্লাহ্ ব্যতীত কোন উপাস্য নাই। 'আল্লাহুম্মা ইন্নী'......—হে খোদা! তোমার নিকট আশ্রয় মাগিতেছি দুনিয়ার তঙ্গী (সংকীর্ণতা) এবং কেয়ামত দিনের তঙ্গী হইতে।
