মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১২১১
৩২. প্রথম অনুচ্ছেদ - রাতের সালাতে যা পড়তেন
১২১১। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিতে তাহাজ্জুদ পড়িতে উঠিতেন, এইরূপ বলিতেন, "হে খোদা। তোমারই জন্য প্রশংসা, তুমিই আসমানসমূহ ও যমীন এবং উহাদের মধ্যে যাহা আছে তাহাদের রক্ষাকারী। তোমারই জন্য প্রশংসা, তুমিই আসমানসমূহ ও যমীন এবং উহাদের মধ্যে যাহা আছে তাহাদের নূর (আলো)। তোমারই জন্য প্রশংসা, তুমিই আসমানসমূহ ও যমীন এবং উহাদের মধ্যে যাহা আছে তাহাদের বাদশাহ্। তোমারই জন্য প্রশংসা, তুমিই সত্য, তোমার ওয়াদা সত্য, (পরকালে) তোমার সাক্ষাৎ সত্য, তোমার বাণী সত্য এবং বেহেশত সত্য, দোযখ সত্য, নবীগণ সত্য, মুহাম্মাদ সত্য এবং কেয়ামত সত্য। হে খোদা, আমি তোমারই নিকট আত্মসমর্পণ করিয়াছি, তোমারই উপর ভরসা করিয়াছি, তোমারই প্রতি প্রত্যাবর্তন করিয়াছি, তোমারই সাহায্যে (শত্রু সনে) যুঝিতেছি এবং তোমারই নিকট বিচার প্রার্থনা করিতেছি। আমায় ক্ষমা কর যাহা আমি পূর্বে করিয়াছি এবং যাহা আমি পরে করিয়াছি, যাহা আমি গোপনে করিয়াছি, যাহা আমি প্রকাশ্যে করিয়াছি এবং যাহা আমি করিয়াছি বলিয়া তুমি জান (অথচ আমি জানি না)। তুমিই (কাহাকেও বা কিছুকেও) অগ্রগামী কর এবং তুমিই পশ্চাৎগামী কর। তুমি ব্যতীত কোন উপাস্য নাই এবং তোমার গায়র কোন মা'বুদ নাই।" -মোত্তাঃ
بَابُ مَا يَقُوْلُ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَتَهَجَّدُ قَالَ: «اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ مَلِكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ الْحَقُّ وَوَعْدُكَ الْحَقُّ وَلِقَاؤُكَ حَقٌّ وَقَوْلُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالنَّبِيُّونَ حَقٌّ وَمُحَمَّدٌ حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ وَلَا إِلَهَ غَيْرك»
