মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১২১২
৩২. প্রথম অনুচ্ছেদ - রাতের সালাতে যা পড়তেন
১২১২। হযরত আয়েশা (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে উঠিতেন, নামায শুরু করিতেন এবং বলিতেন, “হে খোদা! জিবরাঈল, মীকাঈল ও ইসরাফীলের প্রভু-পরওয়ারদেগার আসমানসমূহ ও যমীনের সৃষ্টিকর্তা; দৃশ্য-অদৃশ্য সমস্তের জ্ঞাতা, তুমিই ফয়সালা করিবে তোমার বান্দাদের মধ্যে, যে ব্যাপারে তাহারা পরস্পর মতভেদ করিতেছে। দেখাও আমায় তোমার নিজ অনুগ্রহে সে সত্য, যে সত্য সম্পর্কে তাহারা মতভেদ করিতেছে কেননা, তুমিই সেরাতে মোস্তাকীম (সত্য পথ) দেখাও যাহাকে তুমি ইচ্ছা কর।" —মুসলিম
بَابُ مَا يَقُوْلُ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ افْتَتَحَ صَلَاتَهُ فَقَالَ: «اللَّهُمَّ رَبَّ جِبْرِيلَ وَمِيكَائِيلَ وَإِسْرَافِيلَ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ أَنْتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ اهْدِنِي لِمَا اخْتُلِفَ فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِكَ إِنَّكَ تَهْدِي مَنْ تَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ» . رَوَاهُ مُسلم
