মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১২১০
৩১. তৃতীয় অনুচ্ছেদ - রাতের সালাত
১২১০। তাবেয়ী ইয়া'লা ইবনে মামলাক হইতে বর্ণিত আছে, তিনি একবার হুযূর (ﷺ)-এর স্ত্রী উম্মুল মু'মিনীন হযরত উম্মে সালামা (রাঃ)-কে নবী করীম (ﷺ)-এর নামায ও কেরাআত সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। উত্তরে তিনি বলিলেন, তোমরা তাঁহার নামায দিয়া কি করিবে? (অর্থাৎ, তোমরা কি তাঁহার ন্যায় করিতে পারিবে ? ) তিনি নামায পড়িতেন অতঃপর ঘুমাইতেন যে পরিমাণ সময় নামায পড়িতেন, দ্বিতীয়বার নামায পড়িতেন যে পরিমাণ সময় ঘুমাইতেন, আবার ঘুমাইতেন যে পরিমাণ সময় নামায পড়িতেন, যাবৎ সোবহে সাদেক হইত।
ইয়ালা বলেন, অতঃপর হযরত উম্মে সালামা হুযূরের কেরাআতের বর্ণনা দিলেন। দেখিলাম, তিনি পৃথক পৃথক এক এক অক্ষর করিয়া পড়ার বর্ণনা দিলেন। —আবু দাউদ, তিরমিযী ও নাসায়ী
ইয়ালা বলেন, অতঃপর হযরত উম্মে সালামা হুযূরের কেরাআতের বর্ণনা দিলেন। দেখিলাম, তিনি পৃথক পৃথক এক এক অক্ষর করিয়া পড়ার বর্ণনা দিলেন। —আবু দাউদ, তিরমিযী ও নাসায়ী
وَعَن يَعْلَى بْنِ مُمَلَّكٍ أَنَّهُ سَأَلَ أُمَّ سَلَمَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قِرَاءَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَلَاتِهِ؟ فَقَالَتْ: وَمَا لَكُمْ وَصَلَاتُهُ؟ كَانَ يُصَلِّي ثُمَّ يَنَامُ قَدْرَ مَا صَلَّى ثُمَّ يُصَلِّي قَدْرَ مَا نَامَ ثُمَّ يَنَامُ قَدْرَ مَا صَلَّى حَتَّى يُصْبِحَ ثُمَّ نَعَتَتْ قِرَاءَتَهُ فَإِذَا هِيَ تَنْعَتُ قِرَاءَةً مُفَسَّرَةً حَرْفًا حَرْفًا)
رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ
رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ
