মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২০৭
৩১. তৃতীয় অনুচ্ছেদ - রাতের সালাত
১২০৭। হযরত মাসরূক তাবেয়ী বলেন, একদা আমি হযরত আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করিলাম, কোন্ আমল (কার্য) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট অধিকতর পছন্দনীয় ছিল? তিনি বলিলেন, যাহা সর্বদা করা হয়। অতঃপর আমি জিজ্ঞাসা করিলাম, তিনি রাতে কখন (এবাদতের জন্য) উঠিতেন? তিনি বলিলেন, যখন মোরগের আওয়ায শুনিতেন। —মোত্তাঃ
عَنْ مَسْرُوقٍ قَالَ: سَأَلْتُ عَائِشَةَ: أَيُّ الْعَمَلِ كَانَ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: الدَّائِمُ قُلْتُ: فَأَيُّ حِينَ كَانَ يَقُومُ مِنَ اللَّيْلِ؟ قَالَتْ: كَانَ يَقُومُ إِذا سمع الصَّارِخ

হাদীসের ব্যাখ্যা:

(ক) যে এবাদত বিনা কামাইয়ে রোজ করা হয় তাহাই উত্তম—যদিও উহা সামান্য হয়। (খ) সকল দেশের মোরগের অভ্যাস সমান নহে। সম্ভবত তথাকার মোরগ রাতের এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকিতেই ডাকিত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান