মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২০৮
৩১. তৃতীয় অনুচ্ছেদ - রাতের সালাত
১২০৮। হযরত আনাস (রাঃ) বলেন, আমরা রাতে যখন রাসূলুল্লাহ্ (ﷺ)-কে নামাযে দেখিতে ইচ্ছা করিতাম তখন তাঁহাকে নামাযেই দেখিতাম, আর যখন নিদ্রায় দেখিতে ইচ্ছা করিতাম তখন নিদ্রায়ই দেখিতাম। —নাসায়ী
وَعَن أنس قَالَ: مَا كُنَّا نَشَاءُ أَنْ نَرَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي اللَّيْلِ مُصَلِّيًا إِلَّا رَأَيْنَاهُ وَلَا نَشَاءُ أَنْ نَرَاهُ نَائِما إِلَّا رَأَيْنَاهُ. رَوَاهُ النَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, হুযূর (ﷺ) না সারা রাত্রি ঘুমাইতেন, আর না সারা রাত্রি এবাদত করিতেন। পরবর্তী হাদীসে ইহার উদাহরণ রহিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান