মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২০৬
৩১. দ্বিতীয় অনুচ্ছেদ - রাতের সালাত
১২০৬। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমাদের কেহ যখন ফজরের দুই রাকআত সুন্নত পড়ে, তখন সে যেন আপন ডান পার্শ্বে ভর করিয়া শুইয়া পড়ে। — তিরমিযী ও আবু দাউদ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ رَكْعَتَيِ الْفَجْرِ فَلْيَضْطَجِعْ على يَمِينه» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

তাহাজ্জুদের শ্রান্তি দূর করার জন্য এইরূপ শয়ন করা মোস্তাহাব; কিন্তু জাহেরিয়াগণ ইহাকে ওয়াজিব বলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান