মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২০৪
- নামাযের অধ্যায়
৩১. দ্বিতীয় অনুচ্ছেদ - রাতের সালাত
১২০৪। হযরত আবু কাতাদা (রাঃ) বলেন, একদা রাতে রাসূলুল্লাহ্ (ﷺ) আপন ঘর হইতে বাহির হইলেন, দেখিলেন, হযরত আবু বকর নামায পড়িতেছেন, অথচ তিনি তাঁহার স্বরকে খুব নীচু করিতেছেন। এইরূপে তিনি হযরত ওমরের নিকট দিয়া যাইতে দেখিলেন, তিনি তাঁহার স্বরকে খুব উঁচু করিতেছেন।
হযরত আবু কাতাদা (রাঃ) বলেন, অতঃপর যখন তাঁহারা উভয়ে নবী করীম (ﷺ)-এর নিকট একত্রিত হইলেন, তিনি বলিলেনঃ আবু বকর, আমি আপনার নিকট দিয়া যাইতে দেখিলাম, আপনি নামায পড়িতেছেন আর আপনার স্বরকে খুব নীচু করিতে ছেন। তখন আবু বকর (রাঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমি ইহা তাঁহাকেই শুনাইতেছিলাম যিনি আমার কানেকানের কথাও শুনিতে পান। অতঃপর হুযূর হযরত ওমরকে বলিলেন, ওমর, আমি আপনার নিকট দিয়া যাইতে দেখিলাম, আপনি নামায পড়িতেছেন আর আপনার স্বরকে বেশ উঁচু করিতেছেন। তখন হযরত ওমর (রাঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমি উহা দ্বারা অলস-নিদ্রিতদের জাগাইতেছিলাম এবং শয়তানকে তাড়াইতেছিলাম। তখন নবী করীম (ﷺ) বলিলেন, হে আবু বকর! আপনি আপনার স্বরকে আরও কিছু উঁচু করিবেন এবং ওমরকে বলিলেন, ওমর! আপনি আপনার স্বরকে আরও কিছু নীচু করিবেন। — আবু দাউদ, তিরমিযী উহার অনুরূপ।
كتاب الصلاة
وَعَنْ أَبِي قَتَادَةَ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ لَيْلَةً فَإِذَا هُوَ بِأَبِي بَكْرٍ يُصَلِّي يَخْفِضُ مِنْ صَوْتِهِ وَمَرَّ بِعُمَرَ وَهُوَ يُصَلِّي رَافِعًا صَوْتَهُ قَالَ: فَلَمَّا اجْتَمَعَا عِنْدَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَا أَبَا بَكْرٍ مَرَرْتُ بِكَ وَأَنْتَ تُصَلِّي تَخْفِضُ صَوْتَكَ» قَالَ: قَدْ أَسْمَعْتُ مَنْ نَاجَيْتُ يَا رَسُولَ اللَّهِ وَقَالَ لِعُمَرَ: «مَرَرْتُ بِكَ وَأَنْتَ تُصَلِّي رَافِعًا صَوْتَكَ» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أُوقِظُ الْوَسْنَانَ وَأَطْرُدُ الشَّيْطَانَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا بَكْرٍ ارْفَعْ مِنْ صَوْتِكَ شَيْئًا» وَقَالَ لِعُمَرَ: «اخْفِضْ مِنْ صَوْتِكَ شَيْئًا» . رَوَاهُ أَبُو دَاوُد وروى التِّرْمِذِيّ نَحوه
tahqiqতাহকীক:তাহকীক চলমান