মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২০৩
৩১. দ্বিতীয় অনুচ্ছেদ - রাতের সালাত
১২০৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) বলেন, নবী করীম (ﷺ)-এর রাত্রির নামাযের কেরাআত এই পরিমাণ (উচ্চ) হইত—যখন তিনি ঘরে নামায পড়িতেন বারান্দায় যাহারা থাকিতেন তাহারা তাহা শুনিতে পাইতেন। –আবু দাউদ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَتْ قِرَاءَةُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَدْرِ مَا يَسْمَعُهُ مَنْ فِي الْحُجْرَةِ وَهُوَ فِي الْبَيْتِ. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

এ ব্যাপারে হযরত আবু হুরায়রার হাদীসটিই (১১৩৪) আসল। হুযূর কখনও স্বর কিছু উঁচু করিতেন আর কখনও নীচু।
tahqiqতাহকীক:তাহকীক চলমান