মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১২০২
৩১. দ্বিতীয় অনুচ্ছেদ - রাতের সালাত
১২০২। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, নবী করীম (ﷺ)-এর রাত্রির নামাযের কেরাআত ছিল, তিনি উহা কখনও বড় আওয়াযে পড়িতেন আর কখনও ছোট আওয়াযে। –আবু দাউদ
وَعَن أبي هُرَيْرَة قَالَ: كَانَ قِرَاءَةُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ يَرْفَعُ طَوْرًا وَيَخْفِضُ طَوْرًا. رَوَاهُ أَبُو دَاوُدَ
