মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২০১
- নামাযের অধ্যায়
৩১. দ্বিতীয় অনুচ্ছেদ - রাতের সালাত
১২০১। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর ইবনুল আস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি রাতে নামাযে দাঁড়াইয়া দশটি আয়াত পাঠ করিবে, তাহাকে অলসদের (গাফেলীনদের) মধ্যে গণ্য করা হইবে না এবং যে ব্যক্তি একশত আয়াত পাঠ করিবে তাহাকে বিনয়ীদের (কানেতীনদের) মধ্যে গণ্য করা হইবে, আর যে ব্যক্তি এক হাজার আয়াত পাঠ করিবে, তাহাকে অধিক কার্যকারীদের মধ্যে গণ্য করা হইবে। —আবু দাউদ
كتاب الصلاة
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَامَ بِعَشْرِ آيَاتٍ لَمْ يُكْتَبْ مِنَ الْغَافِلِينَ وَمَنْ قَامَ بِمِائَةِ آيَةٍ كُتِبَ مِنَ الْقَانِتِينَ وَمَنْ قَامَ بِأَلْفِ آيَةٍ كُتِبَ من المقنطرين» . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১২০১ | মুসলিম বাংলা