মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৯৬
৩১. প্রথম অনুচ্ছেদ - রাতের সালাত
১১৯৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি একবার রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শয়ন করিলেন। তিনি জাগরিত হইলেন এবং মেসওয়াক ও ওযু করিলেন, আর এই আয়াত পাঠ করিলেন, "আসমানসমূহ ও যমীনের সৃষ্টিতে? —এমন কি সূরা শেষ করিলেন। অতঃপর নামাযের জন্য দাড়াইলেন এবং দুই রাকআত নামায পড়িলেন—যাহাতে কেয়াম, রুকু ও সজদা দীর্ঘ করিলেন। নামায শেষ করিয়া তিনি পুনঃ নিদ্রা গেলেন—যাহাতে তাহার নাক ডাকিতে লাগিল। এইরূপ তিনি তিনবার করিলেন— যাহাতে নামায ছয় রাকআত হইল। প্রত্যেকবারই তিনি মেসওয়াক করিলেন, ওযু করিলেন এবং সেই আয়াতসমূহ পাঠ করিলেন। অতঃপর তিন রাকআত দ্বারা বিতির সমাপ্ত করিলেন।
- মুসলিম
- মুসলিম
بَابُ صَلَاةِ اللَّيْلِ
وَعَنْهُ: أَنَّهُ رَقَدَ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَيْقَظَ فَتَسَوَّكَ وَتَوَضَّأَ وَهُوَ يَقُول: (إِن فِي خلق السَّمَاوَات وَالْأَرْض. . .)
حَتَّى خَتَمَ السُّورَةَ ثُمَّ قَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ أَطَالَ فِيهِمَا الْقِيَامَ وَالرُّكُوعَ وَالسُّجُودَ ثُمَّ انْصَرَفَ فَنَامَ حَتَّى نَفَخَ ثُمَّ فَعَلَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ سِتَّ رَكَعَاتٍ كُلُّ ذَلِكَ يَسْتَاكُ وَيَتَوَضَّأُ وَيَقْرَأُ هَؤُلَاءِ الْآيَاتِ ثُمَّ أَوْتَرَ بِثَلَاثٍ. رَوَاهُ مُسلم
حَتَّى خَتَمَ السُّورَةَ ثُمَّ قَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ أَطَالَ فِيهِمَا الْقِيَامَ وَالرُّكُوعَ وَالسُّجُودَ ثُمَّ انْصَرَفَ فَنَامَ حَتَّى نَفَخَ ثُمَّ فَعَلَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ سِتَّ رَكَعَاتٍ كُلُّ ذَلِكَ يَسْتَاكُ وَيَتَوَضَّأُ وَيَقْرَأُ هَؤُلَاءِ الْآيَاتِ ثُمَّ أَوْتَرَ بِثَلَاثٍ. رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
ইহাতে স্পষ্টই বুঝা গেল যে, হুযূর বিতির তিন রাকআতই পড়িতেন। ইমামগণের মধ্যে মতভেদ হইল, তিন রাকআত উত্তম কি এক রাকআত উত্তম।
