মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৯৭
৩১. প্রথম অনুচ্ছেদ - রাতের সালাত
১১৯৭। হযরত যায়দ ইবনে খালেদ জুহানী (রাঃ) হইতে বর্ণিত আছে, একদা তিনি বলিলেন, অদ্য রাতে নিশ্চয় আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামায পড়ার নিয়ম লক্ষ্য করিব। দেখিলেন, তিনি দুই রাকআত নামায পড়িলেন সংক্ষিপ্ত, অতঃপর দুই রাকআত পড়িলেন——দীর্ঘ, দীর্ঘ, দীর্ঘ। অতঃপর দুই রাকআত পড়িলেন ইহা অপেক্ষা খাট, আবার দুই রাকআত পড়িলেন ইহা অপেক্ষা খাট, অতঃপর দুই রাকআত পড়িলেন ইহা অপেক্ষাও খাট।

অতঃপর বিতির পড়িলেন— যাহাতে নামায মোট তের রাকআত হইল। (মেশকাতের মূল কিতাব 'মাসাবীহ্'তে দীর্ঘ দুই রাকআতের পর দুই দুই রাকআত করিয়া তিনবার পড়ারই উল্লেখ রহিয়াছে যাহাতে নামায মোট ১১ রাকআত হয়। মেশকাত প্রণেতা বলেন, কিন্তু মূল মুসলিম শরীফ, হুমাইদীর কিতাব (الجمع بين الصحيحين) জামেউল উসূল, মোয়াত্তায়ে মালেক ও সুনানে আবু দাউদ শরীফে ৪ বারেরই উল্লেখ রহিয়াছে— যাহাতে মোট নামায ১৩ রাকাত হয়)।
بَابُ صَلَاةِ اللَّيْلِ
وَعَن زيد بن خَالِد الْجُهَنِيّ أَنَّهُ قَالَ: لَأَرْمُقَنَّ صَلَاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّيْلَةَ فَصَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ طَوِيلَتَيْنِ طَوِيلَتَيْنِ طَوِيلَتَيْنِ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا [ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا] ثُمَّ أَوْتَرَ فَذَلِكَ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً. رَوَاهُ مُسْلِمٌ

قَوْله: ثمَّ صلى رَكْعَتَيْنِ وهما دون اللَّتَيْنِ قَبْلَهُمَا أَرْبَعَ مَرَّاتٍ هَكَذَا فِي صَحِيحِ مُسْلِمٍ وأفراده من كتاب الْحميدِي وموطأ مَالك وَسنَن أبي دَاوُد وجامع الْأُصُول
tahqiqতাহকীক:তাহকীক চলমান