মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৮৬
৩০. তৃতীয় অনুচ্ছেদ - সুন্নত ও এর ফযীলত
১১৮৬। তাবেয়ী হযরত আমর ইবনে আতা বলেন, একদা তাবেয়ী হযরত নাফে' ইবনে জুবায়র তাঁহাকে (আমরকে) সাহাবী হযরত সায়েব (রাঃ)-এর নিকট পাঠাইয়া জানিতে চাহিলেন, তাঁহার (সায়েবের) নামাযের ব্যাপারে হযরত আমীরে মোআবিয়া যাহা দেখিয়াছিলেন (বলিয়া কথিত), তাহা সত্য কিনা? উত্তরে হযরত সায়েব বলিলেন, হ্যাঁ, আমি একবার হযরত মোআবিয়া (রাঃ)-এর সহিত 'মাকসুরায়' জুমুআর নামায পড়িলাম। যখন ইমাম সালাম ফিরাইলেন আমি দাঁড়াইয়া আমার (ফরয পড়ার) স্থানেই সুন্নত পড়িলাম। যখন হযরত মোআবিয়া ঘরে চলিয়া গেলেন, আমাকে ডাকিয়া পাঠাইলেন এবং বলিলেন, আপনি যাহা করিয়াছেন তাহা পুনঃ করিবেন না। যখন আপনি জুমুআর ফরয পড়িবেন, উহার সহিত মিলাইয়া অপর কোন নামায পড়িবেন না, যাবৎ না কোন কথা বলেন অথবা তথা হইতে বাহির হইয়া যান। কেননা, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদিগকে এইরূপ করিতে বলিয়াছেন। অর্থাৎ, আমরা যেন এক নামাযকে অপর নামাযের সহিত মিলাইয়া না পড়ি, যাবৎ না কোন কথা বলি অথবা সে স্থান হইতে বাহির হইয়া যাই। — মুসলিম
وَعَنْ عَمْرِو بْنِ عَطَاءٍ قَالَ: إِنَّ نَافِعَ بْنَ جُبَيْرٍ أَرْسَلَهُ إِلَى السَّائِبِ يَسْأَلُهُ عَنْ شَيْءٍ رَآهُ مِنْهُ مُعَاوِيَةُ فِي الصَّلَاةِ فَقَالَ: نَعَمْ صَلَّيْتُ مَعَهُ الْجُمُعَةَ فِي الْمَقْصُورَةِ فَلَمَّا سَلَّمَ الْإِمَامُ قُمْتُ فِي مَقَامِي فَصَلَّيْتُ فَلَمَّا دَخَلَ أَرْسَلَ إِلَيَّ فَقَالَ: لَا تَعُدْ لِمَا فَعَلْتَ إِذَا صَلَّيْتَ الْجُمُعَةَ فَلَا تَصِلْهَا بِصَلَاةٍ حَتَّى تكلم أوتخرج فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَنَا بِذَلِكَ أَنْ لَا نُوصِلَ بِصَلَاةٍ حَتَّى نتكلم أَو نخرج. رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
'মাকসুরা’—'মোকাব্বের' ও আমীরদের জন্য মসজিদের মধ্যে ঘেরা স্থান। খেলাফতে রাশেদার পর আত্মরক্ষার জন্য আমীরগণ এইরূপ ব্যবস্থা করিয়াছিলেন। ফরয ও নফলের মধ্যে কিছু বিরাম দেওয়াই এই হাদীসের উদ্দেশ্য।
