মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৮৫
৩০. তৃতীয় অনুচ্ছেদ - সুন্নত ও এর ফযীলত
১১৮৫। হযরত হুযায়ফা (রাঃ)-ও অনুরূপ বর্ণনা করিয়াছেন, তবে তিনি ইহাও বাড়াইয়া বলিয়াছেন, হুযূর (ﷺ) বলিতেন, মাগরিবের পর দুই রাকআত তাড়াতাড়ি পড়িবে। কেননা, উহা ফরযের সহিত উপরে উঠান হয়। উক্ত হাদীস দুইটি ইমাম রযীন রেওয়ায়ত করিয়াছেন এবং বায়হাকী অতিরিক্ত অংশ হুযায়ফা হইতে অনুরূপ শুআবুল ঈমানে।
وَعَن حُذَيْفَة نَحْوَهُ وَزَادَ فَكَانَ يَقُولُ: «عَجِّلُوا الرَّكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ فَإِنَّهُمَا تُرْفَعَانِ مَعَ الْمَكْتُوبَةِ» رَوَاهُمَا رَزِينٌ وَرَوَى الْبَيْهَقِيُّ الزِّيَادَةَ عَنْهُ نَحْوَهَا فِي شُعَبِ الْإِيمَان
হাদীসের ব্যাখ্যা:
হুযুর এই নামায আপন ঘরে যাইয়াই পড়িতেন। সুতরাং এখানে 'তাড়াতাড়ি' অর্থে অধিক গৌণ না করাকেই বুঝান হইয়াছে। অবশ্য হুযূরের ঘর মসজিদের সংলগ্নই ছিল।
