মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৮৪
৩০. তৃতীয় অনুচ্ছেদ - সুন্নত ও এর ফযীলত
১১৮৪। তাবেয়ী হযরত মাকহুল (রঃ) রাসুলুল্লাহ (ﷺ)-র নাম করিয়া বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি মাগরিবের (ফরয পড়ার) পর কথা বলার পূর্বে দুই রাকআত—অপর বর্ণনায় চারি রাকআত নামায পড়িয়াছে, তাহার সেই নামায 'ইল্লিয়্যীনে' উঠান হইবে।
وَعَنْ مَكْحُولٍ يَبْلُغُ بِهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ صَلَّى بَعْدَ الْمَغْرِبِ قَبْلَ أَنْ يَتَكَلَّمَ رَكْعَتَيْنِ وَفِي رِوَايَةٍ أَرْبَعَ رَكَعَاتٍ رُفِعَتْ صَلَاتُهُ فِي عِلِّيِّينَ» . مُرْسلا
tahqiqতাহকীক:তাহকীক চলমান