মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৮৩
৩০. তৃতীয় অনুচ্ছেদ - সুন্নত ও এর ফযীলত
১১৮৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মাগরিবের পর দুই রাকআত সুন্নতে কেরাআত এত দীর্ঘ করিতেন যে, ততক্ষণে সমস্ত লোক মসজিদ হইতে বিদায় হইয়া যাইত। – আবু দাউদ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُطِيلُ الْقِرَاءَةَ فِي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ حَتَّى يَتَفَرَّقَ أَهْلُ الْمَسْجِدِ. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
এইরূপ তিনি কখনও কখনও করিতেন। অন্যথায় তিনি সূরা 'কুল্ইয়া' ও ‘কুলহুয়াল্লাহ্' দ্বারা এই নামায পড়িয়াছেন বলিয়াও প্রমাণ রহিয়াছে।
