মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৮২
৩০. তৃতীয় অনুচ্ছেদ - সুন্নত ও এর ফযীলত
১১৮২। হযরত কা'ব ইবনে উজরা (রাঃ) বলেন, একদা নবী করীম (ﷺ) বনী আব্দুল আশহাল গোত্রের মসজিদে উপস্থিত হইলেন এবং তথায় মাগরিবের নামায পড়িলেন। তাহারা যখন ফরয নামায শেষ করিল, হুযূর (ﷺ) দেখিলেন, তাহারা সকলেই উহার পর কিছু নফল নামায পড়িতে ব্যাপৃত হইয়াছে। তখন হুযূর বলিলেনঃ ইহা ঘরের নামায। –আবু দাউদ
কিন্তু তিরমিযী ও নাসায়ীর এক বর্ণনায় রহিয়াছে, লোক নফল পড়িতে দাড়াইলে নবী করীম (ﷺ) বলিলেন, তোমাদের এই নামায ঘরে পড়া উচিত।
وَعَن كَعْب بن عجْرَة قَالَ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى مَسْجِدَ بَنِي عَبْدِ الْأَشْهَلِ فَصَلَّى فِيهِ الْمَغْرِبَ فَلَمَّا قَضَوْا صَلَاتَهُمْ رَآهُمْ يُسَبِّحُونَ بَعْدَهَا فَقَالَ: «هَذِهِ صَلَاةُ الْبُيُوتِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَفِي رِوَايَةِ التِّرْمِذِيِّ وَالنَّسَائِيِّ قَامَ نَاسٌ يَتَنَفَّلُونَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكُمْ بِهَذِهِ الصَّلَاة فِي الْبيُوت»

হাদীসের ব্যাখ্যা:

ঘর বেশী দূরে না হইলে অথবা ঘরে পড়িতে অপর কোন অসুবিধা না থাকিলে সুন্নত ও নফল নামায ঘরে পড়াই উত্তম।
tahqiqতাহকীক:তাহকীক চলমান