মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৮১
৩০. তৃতীয় অনুচ্ছেদ - সুন্নত ও এর ফযীলত
১১৮১। তাবেয়ী হযরত মারসাদ ইবনে আব্দুল্লাহ্ (রঃ) বলেন, একদা আমি সাহাবী হযরত ওকবা জুহানীর নিকট পৌঁছিয়া বলিলাম, আমি আপনাকে তাবেয়ী আবু তামীম সম্পর্কে একটি বিস্ময়কর কথা শুনাইব কি? তিনি মাগরিবের ফরযের পূর্বে দুই রাকআত নামায পড়িয়া থাকেন। তখন হযরত ওকবা বলিলেন, আমরাও রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যমানায় তাহা পড়িতাম। আমি বলিলাম, তাহা হইলে এখন আপনাকে তাহা পড়িতে কিসে বাধা দিল? তিনি বলিলেন, কাজের ব্যস্ততা। – বোখারী
وَعَن مرْثَد بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: أَتَيْتُ عُقْبَةَ الْجُهَنِيَّ فَقُلْتُ: أَلَا أُعَجِّبُكَ مِنْ أَبِي تَمِيمٍ يَرْكَعُ رَكْعَتَيْنِ قَبْلَ صَلَاةِ الْمَغْرِبِ؟ فَقَالَ عُقْبَةُ: إِنَّا كُنَّا نَفْعَلُهُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. قُلْتُ: فَمَا يَمْنَعُكَ الْآنَ؟ قَالَ: الشّغل. رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান