মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৮০
- নামাযের অধ্যায়
৩০. তৃতীয় অনুচ্ছেদ - সুন্নত ও এর ফযীলত
১১৮০। হযরত আনাস (রাঃ) বলেন, আমরা মদীনায় এইরূপ ছিলাম, যখন মুআযযেন মাগরিবের নামাযের আযান দিতেন, আমরা তাড়াতাড়ি করিয়া মসজিদের খুঁটিসমূহের দিকে যাইতাম এবং দুই রাকআত নামায পড়িতে থাকিতাম, যাহাতে কোন আগন্তুক মসজিদে প্রবেশ করিয়া অধিক লোককে নামায পড়িতে দেখিয়া মনে করিত যে, (জামাআতের) নামায বুঝি শেষ হইয়া গেল। —মুসলিম
كتاب الصلاة
وَعَنْ أَنَسٍ قَالَ: كُنَّا بِالْمَدِينَةِ فَإِذَا أَذَّنَ الْمُؤَذِّنُ لِصَلَاةِ الْمَغْرِبِ ابْتَدَرُوا السَّوَارِيَ فَرَكَعُوا رَكْعَتَيْنِ حَتَّى إِنَّ الرَّجُلَ الْغَرِيبَ لَيَدْخُلُ الْمَسْجِدَ فَيَحْسَبُ أَنَّ الصَّلَاةَ قَدْ صُلِّيَتْ مِنْ كَثْرَةِ مَنْ يُصَلِّيهمَا. رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)