মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৭৯
৩০. তৃতীয় অনুচ্ছেদ - সুন্নত ও এর ফযীলত
১১৭৯। হযরত মুখতার ইবনে ফুলফুল তাবেয়ী বলেন, আমি একবার হযরত আনাস (রাঃ)-কে আছরের পর দুই রাকআত নফল পড়া সম্পর্কে জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন, হযরত ওমর (রাঃ) আছরের পর যাহারা নামাযে হাত বাঁধিতেন তাহাদের হাতে আঘাত করিতেন। অবশ্য আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যমানায় সূর্যাস্তের পর মাগরিবের নামাযের পূর্বে দুই রাকআত নামায পড়িতাম। (মুখতার বলেন,) তখন আমি হযরত আনাসকে জিজ্ঞাসা করিলাম, রাসূলুল্লাহ্ (ﷺ) কি এই দুই রাকআত নামায পড়িতেন? তিনি বলিলেন, হুযূর আমাদিগকে পড়িতে দেখিতেন, তবে আদেশ করিতেন না এবং নিষেধও করিতেন না। – মুসলিম
وَعَنِ الْمُخْتَارِ بْنِ فُلْفُلٍ قَالَ: سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنِ التَّطَوُّعِ بَعْدَ الْعَصْرِ فَقَالَ: كَانَ عُمَرُ يَضْرِبُ الْأَيْدِيَ عَلَى صَلَاةٍ بَعْدَ الْعَصْرِ وَكُنَّا نُصْلِي عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ بَعْدَ غُرُوبِ الشَّمْس قبل صَلَاةِ الْمَغْرِبِ فَقُلْتُ لَهُ: أَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّيهِمَا؟ قَالَ: كَانَ يَرَانَا نُصَلِّيهِمَا فَلَمْ يَأْمُرْنَا وَلَمْ يَنْهَنَا. رَوَاهُ مُسلم
