মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৮৭
৩০. তৃতীয় অনুচ্ছেদ - সুন্নত ও এর ফযীলত
১১৮৭। তাবেয়ী হযরত আতা বলেন, হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) যখন মক্কায় জুমুআর ফরয পড়িতেন, সামান্য আগে বাড়িয়া যাইতেন অতঃপর দুই রাকআত সুন্নত পড়িতেন। তৎপর আরও সামান্য আগে বাড়িয়া যাইতেন অতঃপর চারি রাকআত সুন্নত পড়িতেন। কিন্তু যখন ( আপন স্থায়ী নিবাস) মদীনায় জুমুআর ফরয পড়িতেন, প্রথমে আপন ঘরে প্রত্যাবর্তন করিতেন অতঃপর দুই রাকআত সুন্নত পড়িতেন, কখনও মসজিদে পড়িতেন না। একদা তাঁহাকে জিজ্ঞাসা করা হইলে (– আপনি সুন্নত মসজিদে না পড়িয়া ঘরে পড়েন কেন?) তিনি বলিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এইরূপই করিতেন। –আবু দাউদ
তিরমিযীর এক বর্ণনায় রহিয়াছে, আতা বলেন, আমি হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমরকে জুমুআর ফরযের পর প্রথমে দুই রাকআত অতঃপর চারি রাকআত নামায পড়িতে দেখিয়াছি।
وَعَنْ عَطَاءٍ قَالَ: كَانَ ابْنُ عُمَرَ إِذَا صَلَّى الْجُمُعَةَ بِمَكَّةَ تَقَدَّمَ فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ يَتَقَدَّمُ فَيُصَلِّي أَرْبَعًا وَإِذَا كَانَ بِالْمَدِينَةِ صَلَّى الْجُمُعَةَ ثُمَّ رَجَعَ إِلَى بَيْتِهِ فَصَلَّى رَكْعَتَيْنِ وَلَمْ يُصَلِّ فِي الْمَسْجِدِ فَقِيلَ لَهُ. فَقَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَله)

رَوَاهُ أَبُو دَاوُدَ وَفِي رِوَايَةِ التِّرْمِذِيِّ قَالَ: (رَأَيْتُ ابْنَ عُمَرَ صَلَّى بَعْدَ الْجُمُعَةِ رَكْعَتَيْنِ ثمَّ صلى بعد ذَلِك أَرْبعا)

হাদীসের ব্যাখ্যা:

হযরত আলী মোরতাযার এক বর্ণনা অনুসারেও জুমুআর পর সুন্নত ছয় রাকআতই। ইমাম আবু ইউসুফ ও মুহাম্মদ (রঃ) তাহাই বলেন, তবে অন্য প্রমাণ অনুসারে তাঁহারা প্রথমে চারি রাকআত অতঃপর দুই রাকআত পড়িতে বলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান