মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৭৬
৩০. দ্বিতীয় অনুচ্ছেদ - সুন্নত ও এর ফযীলত
১১৭৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ (কোরআন পাকের সূরা তূরে) তারকারাজির অস্ত যাওয়ার কালের যে নামাযের কথা বলা হইয়াছে, তাহা হইতেছে ফজরের পূর্বের দুই রাকআত এবং (সূরা ক্বাফে ) নামাযের পরে যে নামাযের কথা বলা হইয়াছে তাহা হইতেছে মাগরিবের ফরয নামাযের পরের দুই রাকআত। —তিরমিযী
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «إدبار النُّجُوم الركعتان قبل الْفجْر وأدبار السُّجُود الركعتان بعد الْمغرب» . رَوَاهُ التِّرْمِذِيّ
