মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৭৫
৩০. দ্বিতীয় অনুচ্ছেদ - সুন্নত ও এর ফযীলত
১১৭৫। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখনই এশার নামায পড়িয়া আমার ঘরে প্রবেশ করিতেন, তখনই তিনি চারি রাকআত অথবা ছয় রাকআত নামায পড়িতেন। –আবু দাউদ
وَعَنْهَا قَالَتْ: مَا صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِشَاءَ قَطُّ فَدَخَلَ عَلَيَّ إِلَّا صلى أَربع رَكْعَات أَو سِتّ رَكْعَات. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
প্রসিদ্ধ রেওয়ায়তসমূহে দুই রাকআতের কথাই রহিয়াছে। এশা অর্থে এখানে যদি প্রথম এশা — মাগরিবকেই ধরা হয়, তাহা হইলে মাগরিবের পর ছয় রাকআতের প্রমাণ হইয়া যায়।
