মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৭৪
৩০. দ্বিতীয় অনুচ্ছেদ - সুন্নত ও এর ফযীলত
১১৭৪। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি মাগরিবের পর বিশ রাকআত নামায পড়িয়াছে, আল্লাহ্ তা'আলা তাহার জন্য বেহেশতে একখানা ঘর তৈয়ার করিবেন। – তিরমিযী
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى بَعْدَ الْمَغْرِبِ عِشْرِينَ رَكْعَةً بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

মোহাদ্দেসগণ ইহাকেও যয়ীফ হাদীস বলিয়াছেন; বরং ইহার রাবী ইয়াকুব ইবনে ওলীদকে মিথ্যুক ও হাদীস জালকারী বলিয়া অভিহিত করিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১১৭৪ | মুসলিম বাংলা