মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৫৭
২৯. তৃতীয় অনুচ্ছেদ - দু’বার সালাত আদায় করা
১১৫৭। হযরত বিবি মায়মুনার (আযাদকৃত) গোলাম তাবেয়ী হযরত সুলায়মান ইবনে ইয়াসার বলেন, একদা আমরা বালাতে হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমরের নিকট আসিলাম। তখন তাহারা নামায পড়িতেছিলেন। (কিন্তু তিনি তাহাতে শামিল ছিলেন না।) আমি তাঁহাকে জিজ্ঞাসা করিলাম, আপনি তাহাদের সহিত নামায পড়িতেছেন না যে? উত্তরে তিনি বলিলেন, আমি নামায পড়িয়াছি এবং আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, কোন নামায একদিনে দুইবার পড়িবে না। – আহমদ, আবু দাউদ ও নাসায়ী
وَعَنْ سُلَيْمَانَ مَوْلَى مَيْمُونَةَ قَالَ: أَتَيْنَا ابْنَ عُمَرَ عَلَى الْبَلَاطِ وَهُمْ يُصَلُّونَ. فَقُلْتُ: أَلَا تُصَلِّي مَعَهُمْ؟ فَقَالَ: قَدْ صَلَّيْتُ وَإِنِّي سَمِعْتُ رَسُول الله يَقُولُ: «لَا تُصَلُّوا صَلَاةً فِي يَوْمٍ مَرَّتَيْنِ» . رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

‘বালাত’—মসজিদে নববীর নিকট একটি স্থান, যাহা মুসল্লীগণের আলাপ-আলোচনার জন্য হযরত ওমর (রাঃ) নির্মাণ করাইয়াছিলেন। হাদীসটি অপরাপর হাদীসের বিপরীত। সুতরাং কেহ কেহ ইহার এই অর্থ করিয়াছেন যে, প্রথমে একবার জামাআতে পড়া হইলে সেই নামায পুনরায় জামাআতে পড়া যায় না। ইহাই হানাফী ফকীহদের অভিমত। আবার কেহ কেহ বলেন, হাদীসটি সনদের দিক দিয়া অন্যান্য হাদীস অপেক্ষা নিম্নস্তরের।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১১৫৭ | মুসলিম বাংলা