মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৫৮
২৯. তৃতীয় অনুচ্ছেদ - দু’বার সালাত আদায় করা
১১৫৮। হযরত নাফে' (রাঃ) বলেন, হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) বলিতেন, যে ব্যক্তি মাগরিব অথবা ফজরের নামায প্রথমে একবার পড়িয়াছে, অতঃপর ইমামের সহিত উহা পাইয়াছে (অর্থাৎ, ইমামকে উহা পড়িতে দেখিয়াছে), সে যেন ঐ দুই নামায পুনরায় না পড়ে। —মালেক
وَعَنْ نَافِعٍ قَالَ: إِنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يَقُولُ: مَنْ صَلَّى الْمَغْرِبَ أَوِ الصُّبْحَ ثُمَّ أَدْرَكَهُمَا مَعَ الْإِمَامِ فَلَا يَعُدْ لَهما. رَوَاهُ مَالك
হাদীসের ব্যাখ্যা:
এই দুই নামায এবং আছরের নামায সম্পর্কে ইমাম আবু হানীফার মত ইহাই। কারণ, অপর হাদীসে আছর ও ফজরের পর নফল নামায পড়িতে নিষেধ রহিয়াছে। মাগরিব তিন রাকআত, আর নফল তিন রাকআত হয় না; সুতরাং মাগরিবকেও পুনরায় পড়া যায় না। কিন্তু ইয়াযীদ ইবনে আসওয়াদ কর্তৃক বর্ণিত (১০৮৪ নং) হাদীস হইতে বুঝা যায় যে, যে কোন নামাযই পুনরায় পড়া যায়। ইমাম শাফেয়ীর ইহাই মত!
