মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৫৬
- নামাযের অধ্যায়
২৯. তৃতীয় অনুচ্ছেদ - দু’বার সালাত আদায় করা
১১৫৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, এক ব্যক্তি তাহাকে জিজ্ঞাসা করিল এবং বলিল, হুযুর! আমি কখনও ঘরে নামায পড়ি, অতঃপর মসজিদে আসিয়া ইমামের সহিত জামাআতের নামাযও পাই! আমি কি তাঁহার সহিত পুনরায় নামায পড়িব ? তিনি তাহাকে উত্তর করিলেন, হ্যাঁ। অতঃপর সে ব্যক্তি তাহাকে জিজ্ঞাসা করিল, আমি আমার কোন্ নামাযকে ফরয গণ্য করিব? তখন হযরত ইবনে ওমর বলিলেন, এই অধিকার কি তোমার আছে? এই অধিকার একমাত্র আল্লাহরই। তিনি উভয়ের মধ্যে যেইটিকে ইচ্ছা ফরযরূপে গণ্য করিবেন। — মালেক
كتاب الصلاة
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَجُلًا سَأَلَهُ فَقَالَ: إِنِّي أُصَلِّي فِي بَيْتِي ثُمَّ أُدْرِكُ الصَّلَاةَ فِي الْمَسْجِدِ مَعَ الْإِمَامِ أَفَأُصَلِّي مَعَهُ؟ قَالَ لَهُ: نَعَمْ قَالَ الرجل: أَيَّتهمَا أجعَل صَلَاتي؟ قَالَ عُمَرَ: وَذَلِكَ إِلَيْكَ؟ إِنَّمَا ذَلِكَ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ يَجْعَلُ أَيَّتَهُمَا شَاءَ. رَوَاهُ مَالِكٌ