মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৫৪
২৯. তৃতীয় অনুচ্ছেদ - দু’বার সালাত আদায় করা
১১৫৪। আসাদ ইবনে খোযায়মা গোত্রের এক ব্যক্তি হইতে বর্ণিত আছে, সে সাহাবী হযরত আবু আইয়ুব আনসারীকে জিজ্ঞাসা করিল এবং বলিল, আমাদের মধ্যে কেহ ঘরে নামায পড়িয়া মসজিদে আসে এবং তথায়, নামায শুরু হইয়াছে দেখিয়া তাহাদের সহিত নামায পড়ে অর্থাৎ, আমিই এইরূপ করি; কিন্তু ইহাতে মনে যেন কেমন একটা অস্বস্তি বোধ করি। তখন হযরত আবু আইয়ুব (রাঃ) বলিলেন, আমরা এসম্পর্কে নবী করীম (ﷺ)কে জিজ্ঞাসা করিয়াছি। তিনি বলিয়াছেনঃ ইহা তাহার জন্য জামাআতের (সওয়াবের) অংশবিশেষ (ইহাতে অস্বস্তির কোন কারণ নাই)। —মালেক ও আবু দাউদ
وَعَنْ رَجُلٍ مِنْ أَسَدِ بْنِ خُزَيْمَةَ أَنَّهُ سَأَلَ أَبَا أَيُّوبَ الْأَنْصَارِيَّ قَالَ: يُصَلِّي أَحَدُنَا فِي مَنْزِلِهِ الصَّلَاةَ ثُمَّ يَأْتِي الْمَسْجِدَ وَتُقَامُ الصَّلَاةُ فَأُصَلِّي مَعَهُمْ فَأَجِدُ فِي نَفْسِي شَيْئًا من ذَلِك فَقَالَ أَبُو أَيُّوبَ: سَأَلَنَا عَنْ ذَلِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «فَذَلِكَ لَهُ سَهْمُ جَمْعٍ» . رَوَاهُ مَالِكٌ وَأَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১১৫৪ | মুসলিম বাংলা