মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৪০
২৮. প্রথম অনুচ্ছেদ - মোকতাদীর কর্তব্য ও মসবুকের করণীয়
১১৪০। হযরত আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, (এন্তেকালের পূর্বে) যখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ বাড়িয়া গেল, একবার বেলাল তাহাকে নামাযের সংবাদ দিতে আসিল। হুযুর বলিলেন : আবু বকরকে বল মানুষের নামায পড়াইয়া দিতে। সুতরাং আবু বকর সে কয়দিনের নামায পড়াইলেন। অতঃপর একদিন নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছুটা উপশম বোধ করিলেন এবং দুই ব্যক্তির কাঁধে ভর দিয়া মাটিতে পা হেঁচড়াইতে হেঁচড়াইতে মসজিদে প্রবেশ করিলেন। যখন হযরত আবু বকর হুযুরের পদধ্বনি শুনিতে পাইলেন, নিজে পিছনে সরিতে উদ্যত হইলেন। কিন্তু রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁহাকে না সরিতেই ইঙ্গিত করিলেন। অতঃপর তিনি অগ্রসর হইয়া আবু বকরের বাম দিকে বসিয়া গেলেন। তখন হযরত আবু বকর দাঁড়াইয়া নামায পড়িতে লাগিলেন আর রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়া (ইমামরূপে) নামায পড়িতে রহিলেন। (অর্থাৎ) হযরত আবু বকর রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাযের একতেদা করিলেন এবং লোক আবু বকরের নামাযের অনুসরণ করিল। —মোত্তাঃ
বোখারী ও মুসলিমের অপর বর্ণনায় আছে, হযরত আবু বকর (মোকাব্বের হইয়া) লোক দিগকে (হুযূরের) তকবীর শুনাইতে লাগিলেন।
বোখারী ও মুসলিমের অপর বর্ণনায় আছে, হযরত আবু বকর (মোকাব্বের হইয়া) লোক দিগকে (হুযূরের) তকবীর শুনাইতে লাগিলেন।
بَابُ مَا عَلَى الْمَأْمُومِ مِنَ الْمُتَابَعَةِ وَحُكْمِ الْمَسْبُوْقِ
وَعَن عَائِشَة قَالَتْ: لَمَّا ثَقُلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ بِلَال يوذنه لصَلَاة فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ» فَصَلَّى أَبُو بَكْرٍ تِلْكَ الْأَيَّامَ ثُمَّ إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَدَ فِي نَفْسِهِ خِفَّةً فَقَامَ يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ وَرِجْلَاهُ يخطان فِي الْأَرْضِ حَتَّى دَخَلَ الْمَسْجِدَ فَلَمَّا سَمِعَ أَبُو بكر حسه ذهب أخر فَأَوْمَأَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَن لَا يتَأَخَّر فجَاء حَتَّى يجلس عَن يسَار أبي بكر فَكَانَ أَبُو بَكْرٍ يُصَلِّي قَائِمًا وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي قَاعِدًا يَقْتَدِي أَبُو بَكْرٍ بِصَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسُ مقتدون بِصَلَاة أبي بكر
وَفِي رِوَايَةٍ لَهُمَا: يُسْمِعُ أَبُو بَكْرٍ النَّاسَ التَّكْبِير
وَفِي رِوَايَةٍ لَهُمَا: يُسْمِعُ أَبُو بَكْرٍ النَّاسَ التَّكْبِير
হাদীসের ব্যাখ্যা:
ইহা হইল হুযূরের সর্বশেষ ইমামত। ইহাতে বুঝা গেল যে, ইমাম ওযরের কারণে বসিয়া নামায পড়িলে মোকতাদীগণ দাঁড়াইয়াই পড়িবে।
