মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৪১
২৮. প্রথম অনুচ্ছেদ - মোকতাদীর কর্তব্য ও মসবুকের করণীয়
১১৪১। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যে ইমামের পূর্বে মাথা উঠায় সে কি ভয় করে না যে, তাহার মাথাকে আল্লাহ্ তা'আলা গাধার মাথায় রূপান্তর করিয়া দিবেন। –মোত্তাঃ
بَابُ مَا عَلَى الْمَأْمُومِ مِنَ الْمُتَابَعَةِ وَحُكْمِ الْمَسْبُوْقِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا يَخْشَى الَّذِي يَرْفَعُ رَأْسَهُ قَبْلَ الْإِمَامِ أَنْ يُحَوِّلَ اللَّهُ رَأْسَهُ رَأْسَ حمَار»

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, তাহার মাথায় কি কিছু নাই? সে গাধার ন্যায় এরূপ বোকামির কাজ করিতেছে কেন? কাহারও কাহারও মতে বাস্তবে গাধার মাথায় পরিণত করাও অসম্ভব কিছুই নহে। সুতরাং তাহার এইরূপ কাজ হইতে ভয় করা উচিত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান