মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৩৬
২৮. প্রথম অনুচ্ছেদ - মোকতাদীর কর্তব্য ও মসবুকের করণীয়
উঠা-বসা ও রুকু-সজদা প্রভৃতিতে মোকতাদীর পক্ষে ইমামের তাবেদারী বা অনুসরণ করা ফরয। নামাযের কোন অঙ্গ ইমামের পূর্বে সমাধা করিলে মোকতাদীর নামাযই হইবে না; তবে কোন অঙ্গ সমাধা করিতে বিলম্ব ও করিবে না; বরং ইমামের সাথে সাথেই সমাধা করিবে। অবশ্য ‘তকবীরে তাহরীমা' ও ‘সালাম' ফিরাইবার ব্যাপারে খুব সতর্ক হইবে। ইমাম দীর্ঘ স্বরে আল্লাহু আকবর' ও আসসালামু আলাইকুম' বলে আর মোকতাদী বলে চুপে চুপে। অতএব, মোকতাদী প্রথম শব্দ হইতে ইমামের সাথে সাথে বলিতে গেলে মোকতাদীর শেষ শব্দ ইমামের পূর্বেই সম্পন্ন হইয়া যাইবে। সুতরাং তাহার পক্ষে সামান্য বিলম্বে বলাই উচিত।
'মসবূক’– যে মোকতাদীর নামায প্রথম দিক দিয়া কিছু অংশ ছুটিয়া গিয়াছে তাহাকে ‘মসবৃক’ বলে। এইরূপ ব্যক্তি ইমামের সালাম ফিরাইবার সময় চুপ করিয়া থাকিবে। অতঃপর উঠিয়া বাকী অংশ নিজে পূর্ণ করিয়া লইবে। ইহার বিস্তারিত বিবরণের জন্য ফেকাহর কিতাব দেখা আবশ্যক। —অনুবাদক
উঠা-বসা ও রুকু-সজদা প্রভৃতিতে মোকতাদীর পক্ষে ইমামের তাবেদারী বা অনুসরণ করা ফরয। নামাযের কোন অঙ্গ ইমামের পূর্বে সমাধা করিলে মোকতাদীর নামাযই হইবে না; তবে কোন অঙ্গ সমাধা করিতে বিলম্ব ও করিবে না; বরং ইমামের সাথে সাথেই সমাধা করিবে। অবশ্য ‘তকবীরে তাহরীমা' ও ‘সালাম' ফিরাইবার ব্যাপারে খুব সতর্ক হইবে। ইমাম দীর্ঘ স্বরে আল্লাহু আকবর' ও আসসালামু আলাইকুম' বলে আর মোকতাদী বলে চুপে চুপে। অতএব, মোকতাদী প্রথম শব্দ হইতে ইমামের সাথে সাথে বলিতে গেলে মোকতাদীর শেষ শব্দ ইমামের পূর্বেই সম্পন্ন হইয়া যাইবে। সুতরাং তাহার পক্ষে সামান্য বিলম্বে বলাই উচিত।
'মসবূক’– যে মোকতাদীর নামায প্রথম দিক দিয়া কিছু অংশ ছুটিয়া গিয়াছে তাহাকে ‘মসবৃক’ বলে। এইরূপ ব্যক্তি ইমামের সালাম ফিরাইবার সময় চুপ করিয়া থাকিবে। অতঃপর উঠিয়া বাকী অংশ নিজে পূর্ণ করিয়া লইবে। ইহার বিস্তারিত বিবরণের জন্য ফেকাহর কিতাব দেখা আবশ্যক। —অনুবাদক
১১৩৬। হযরত বারা ইবনে আযেব (রাঃ) বলেন, আমরা নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামায পড়িতাম। যখন তিনি সামিআল্লাহু লিমান হামিদাহ বলিতেন, তখন আমাদের কেহ আপন পিঠ কুঁজ করিত না যে পর্যন্ত না নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন কপাল মাটিতে রাখিতেন। মোত্তাঃ
بَابُ مَا عَلَى الْمَأْمُومِ مِنَ الْمُتَابَعَةِ وَحُكْمِ الْمَسْبُوْقِ
عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: كُنَّا نُصَلِّي خَلْفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا قَالَ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ» . لَمْ يَحْنِ أَحَدٌ مِنَّا ظَهْرَهُ حَتَّى يَضَعَ النَّبِيُّ صَلَّى الله عَلَيْهِ وَسلم جَبهته على الأَرْض
হাদীসের ব্যাখ্যা:
অপর প্রমাণ অনুসারে হানাফীগণ বলেন, এত বিলম্ব না করিয়া সকল কাজ ইমামের সাথে সাথে করা ওয়াজিব। তবে খুব সতর্ক থাকিবে যেন নামাযের কোন অঙ্গ ইমামের পূর্বে সম্পন্ন না হয়। সম্ভবত হুযুরের সজদার নিয়ম দেখার জন্যই প্রথম যুগে তাঁহারা এত বিলম্বে সজদা করিতেন।
