মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৩৭
২৮. প্রথম অনুচ্ছেদ - মোকতাদীর কর্তব্য ও মসবুকের করণীয়
১১৩৭। হযরত আনাস (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নামায পড়াইলেন। যখন তিনি নামায সম্পন্ন করিলেন, আমাদের প্রতি মুখ ফিরাইয়া বলিলেনঃ হে লোকসকল। আমি তোমাদের ইমাম, সুতরাং তোমরা রুকু, সাদা, কেয়াম ও সালাম (কিংবা কোন বিষয়ই) আমার পূর্বে সমাধা করিও না। আমি নিশ্চয় তোমাদিগকে দেখিয়া থাকি আমার সম্মুখ দিক হইতে এবং আমার পশ্চাৎ দিক হইতে। মুসলিম
بَابُ مَا عَلَى الْمَأْمُومِ مِنَ الْمُتَابَعَةِ وَحُكْمِ الْمَسْبُوْقِ
وَعَنْ أَنَسٍ قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ فَلَمَّا قَضَى صَلَاتَهُ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَقَالَ: أَيُّهَا النَّاسُ إِنِّي إِمَامُكُمْ فَلَا تَسْبِقُونِي بِالرُّكُوعِ وَلَا بِالسُّجُودِ وَلَا بِالْقِيَامِ وَلَا بِالِانْصِرَافِ: فَإِنِّي أَرَاكُمْ أَمَامِي وَمن خَلْفي . رَوَاهُ مُسلم
