মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৩৫
২৭. তৃতীয় অনুচ্ছেদ - ইমামের দায়িত্ব
১১৩৫। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদিগকে সংক্ষেপ করিয়া নামায পড়াইতে বলিতেন; (কিন্তু) তিনি নিজে সূরা 'সাফফাত' দ্বারা আমাদের ইমামত করিতেন। —নাসায়ী
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُنَا بِالتَّخْفِيفِ وَيَؤُمُّنَا ب (الصافات)
رَوَاهُ النَّسَائِيّ
رَوَاهُ النَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
হুযুরের দীর্ঘ নামাযও সাহাবীগণের নিকট নেহায়ত খাটো মনে হইত। তিনি কথার মত করিয়া তরতীলের সহিতই কোরআন পড়িতেন।
